মানবিক পোষ্টঃ
শরিফুল ইসলাম শামীম, সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা (২৯তম বিসিএস), উখিয়া, কক্সবাজার। একজন সদালাপী, হাস্যোজ্জ্বল, পরোপকারী ব্যক্তি এবং সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা।
সে ক্রনিক কিডনি ডিজিজ ও উচ্চ রক্তচাপে ভুগছে। এখন ঠিকমতো চোখেও দেখতে পায় না। সপ্তাহে ৩/৪ বার ডায়ালাইসিস করতে হয় যা অত্যাধিক ব্যায়বহুল। প্রতিমাসে লক্ষাধিক টাকা খরচ হয় যা তার পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তার একমাত্র বড়ভাই, তিনিও উপজেলা কৃষি কর্মকর্তা, গোদাগারী, রাজশাহীতে কর্মরত অবস্থায় একই রোগে গতবছর মারা যান। ঠিক তার আগের বছর তাদের বাবা মারা যান। শামীমের পরিবারে গার্ডিয়ান বলতে এখন তেমন কেউ নেই। অত্যন্ত মিশুক এবং সাদা মনের এই মানুষটাকে আমরা আবার সুস্থ্য দেখতে চাই। একজন আদর্শ, নীতিবান সরকারি কর্মকর্তা আমাদের দেশের সম্পদ। তার এই দুর্দিনে তার পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। এখন একমাত্র চিকিৎসা দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট!
সৃষ্টিকর্তা এমন পরীক্ষায় যেন কাউকে উপনীত না করেন। আমরা কেউ জানিনা সামনে এমন দিন হয়তো আমার আপনারও আসতে পারে। আমরা তার পাশে আছি। প্লিজ, আপনার সামর্থ্য অনুযায়ী আপনিও পাশে থাকুন। আসুন, আমরা সবাই তার পাশে দাঁড়াই এবং তার ও পরিবারের জন্য দোয়া করি।
বিকাশ :
======
হাসানঃ 01715045405 (শামীমের বন্ধু)
মিঠুঃ 01712476376 (শামীমের বন্ধু)
রকেটঃ
=====
আমিনুলঃ 017171717308 (শামীমের বন্ধু)
অথবাঃ
=====
A S M Shafiul Alam
1251510225370
Dutch Bangla Bank
Bogura Branch