নিউজ ডেস্কঃ
আজ বেলা ১১টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে করোনা ভাইরাস জনিত মহামারীর এই দূর্যোগকালে বাংলাদেশ ডাক বিভাগের “কৃষকবন্ধু ডাক সেবা” এর আওতায় প্রান্তিক কৃষক/ ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম রাজশাহী জেলা হতে বিনামূল্যে ঢাকায় প্রেরণের আনুষ্ঠানিকভাবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে শুভ উদ্বোধন করেন জনাব মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এসময় সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন জনাব মোঃ নূর-উর রহমান, সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. হামিদুল হক, জেলা প্রশাসক, রাজশাহী মহোদয়সহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, জনাব মোঃ ওলিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী (Uno Puthia Rajshahi), উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, আম চাষী ও ব্যবসায়ী।