আমরা কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহ দিচ্ছি : প্রধানমন্ত্রীআমরা কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহ দিচ্ছি : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কৃষি যান্ত্রিকীকরণের বিষয়ে উৎসাহ দিচ্ছি। কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে। কাজেই একটা আধুনিক ও উন্নত কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এ জন্য সরকার যথেষ্ট বরাদ্দও দিচ্ছে। সোমবার (১৫ জুন) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকলীগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সার্বিক কৃষিখাতে ২২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। শুধু গাছ লাগালেই হবে না। পরিচর্যা করতে হবে। গাছকে লালন-পালন করতে হবে। নিজের সন্তানকে যেভাবে যত্ন করি, সেভাবে গাছকেও যত্ন করতে হবে। তবেই ফল-ফুলে সমৃদ্ধি আসবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয়েছে। সেদিকেও আমাদের খেয়াল আছে। বৃক্ষরোপণে জোর দিতে হবে। সবাইকে আহবান জানাই বেশি করে গাছ লাগতে হবে।

নিউজজি২৪ কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *