নিউজ ডেস্কঃ
মহামারীকালে গত বছরের মত এবারও আম পরিবহনে বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
রাজশাহীর আম ঢাকা যাবে ‘১ টাকা ১৮ পয়সায়’
আগামী ২৭ মে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ‘ম্যাংগো স্পেশাল’ নামে এই পার্সেল ট্রেনের উদ্বোধন করবেন বলে রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান।
তিনি বলেন, গতবারের মত এবারও ম্যাংগো স্পেশাল-১ ও ২ নামে পার্সেল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে প্রতিদিন চলাচল করবে।
“শুরুতে মোট ছয়টি ওয়াগন নিয়ে ট্রেন চলাচল করবে। প্রতি ওয়াগনে ৪৪ টন আম পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর ও আমনুরা থেকে ঢাকা পর্যন্ত কেজি প্রতির পরিবহন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা।”
আমের সঙ্গে সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ নানা কৃষিপণ্য, এবং রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহনযোগ্য সব সামগ্রী বহন করা যাবে বলে জানান সাহাদাত।
যতদিন আম পরিবহনের চাহিদা থাকবে ততদিন ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনে বগি আরও বাড়ানো হবে বলেও জানান এই কর্মকর্তা।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন।
বিধিনিষেধে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মাল পরিবহন ট্রেন চলাচল করছে।
সুত্রঃ