আশুগঞ্জ মোকামে আসছে নতুন ধান, ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরাআশুগঞ্জ মোকামে আসছে নতুন ধান, ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরা

নিউজ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দেশের পূর্বাঞ্চলীয় সবচেয়ে বড় ধানের মোকাম। চলতি আমন মৌসুমের শুরুতে মোকামে আসতে শুরু করেছে নতুন আমন ধান।
চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় ধানের আমদানিও বাড়ছে। মোকামে ধান নিয়ে আসা ব্যাপারী ও কৃষকরা ধানের ন্যায্য দাম পাওয়ায় খুশি তারা।

আশুগঞ্জ মোকামে ধান নিয়ে আসা ব্যাপারী খালেক মিয়া জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হওয়ায় আমরা খুশি।

আশুগঞ্জ আতব চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ জানান, আশুগঞ্জ মোকামে নতুন আমন ধান আসতে শুরু করেছে। নতুন আমন ধান (১০৫০-১১০০) টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, দেশের হাওর অঞ্চলের উৎপাদিত ধান আশুগঞ্জের ৪ শতাধিক চাতালকলে প্রক্রিয়াজাত করা হয়। চালে রূপান্তর করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকে।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *