আসুন একে অন্যের হাত ধরে বাঁচার লড়াইয়ে এগিয়ে যাইআসুন একে অন্যের হাত ধরে বাঁচার লড়াইয়ে এগিয়ে যাই

জান্নাতুল ফেরদৌস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন রাজশাহী মহানগরীর দরিদ্র জনগণকে সাহায্যের জন্য একটি “করোনা সহায়তা তহবিল” এ দান করার উদ্যোগ নিতে মাননীয় ভিসি স্যার ও শিক্ষক সমিতির প্রতি বিশেষ অনুরোধ করছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশে পাশের জনগণকে নিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পথচলা। আমাদের নানা ধরনের বিপদে-আপদে, সুখে-দুঃখে তারাই পাশে থাকে। জাতীয় এই দুর্যোগ মোকাবেলায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই মহানগরীর আশেপাশে অবস্থিত দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল ও কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে আমাদের রাজশাহী মহানগরীর সফল নগর পিতা জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর সাথে আলোচনান্তে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আসুন আমরা সবাই একে অন্যের হাত ধরে বাঁচার লড়াইয়ে এগিয়ে যাই।

অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

(ফেসবুক থেকে সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *