1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ডাল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে কৃষকদের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : Tuesday, July 14, 2020
  • 697 Views

নিউজ ডেস্কঃ

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জনাব নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন জনাব বিমল কুমার প্রামাণিক, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, চাঁপাইনবাবগঞ্জ। এতে সদর উপজেলার কৃষক দিদারুল ইসলাম সেলিম, প্রোঃ সেলিম বীজ এসএমই, বড়পুকুরিয়া, ঝিলিম ৩য় পুরস্কারে ভূষিত হন। তিনি মসুর বীজ উৎপাদন করেন ও সঠিক বীজ মান বজায় রেখে বীজ হিসেবে বিক্রি করেন। তার উৎপাদিত বীজের পরিমাণ ৫০০ কেজি। এছাড়া প্রকল্প থেকে সরবরাহকৃত মৌবক্সের মাধ্যমে ১০০ কেজি মধু উৎপাদন ও বিক্রি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন এসকল কৃষক উন্নতমানের বীজ উৎপাদন করছে। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।কৃষকের উৎপাদিত এসব বীজের চাহিদা রয়েছে। তিনি বীজের সঠিক মান বজায় রেখে বীজ উৎপাদন ও বিক্রি করার আওবান জানান।পরবর্তীতে বিজয়ী ১ম, ২য় ও ৩য় পুরস্কার বিজয়ী কৃষককে যথাক্রমে ১০০০০, ৭০০০, ও ৫০০০ টাকা নগদ, সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. ইয়াছিন আলী, অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব এ.কে. এম মনজুরে মাওলা, উপজেলা কৃষি অফিসার সদর, গোমস্তাপুর, নাচোল, শিবগঞ্জ, ভোলাহাট ও কৃষি সম্প্রসারণ অফিসারবৃন্দ।।।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com