নিউজ ডেস্কঃ
#কৃষিই_কৃষ্টি # এই শ্লোগানকে সামনে রেখে আজ ৫ই জুলাই রোজ রবিবার রংপুর বিভাগ কৃষি ও গ্রামিণ উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে ৩২ টি গ্রুপের ৯৬০ জন কৃষকের মাঝে ৬ টি(আম-২টি,লিচু-১ টি,পেয়ারা-১ টি,মাল্টা-১ টি ও নিম -১ টি) করে ফলের চারা গাছ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মেজর রানা মোহাম্মদ সোহেল অবঃ এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহেদ বাহাদুর , ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, জলঢাকা শাখা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব শাহ মুহাম্মদ মাহফুজুল হক এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুব হাসান।