উত্তরাঞ্চল বাসির জন্য সুখবর , এই বছরের মধ্যে রাজশাহীতে ফল ও সবজি রপ্তানি প্রক্রিয়াজাত কোয়ারেন্টাইন কেন্দ্রের অনুমোদন পাওয়া যাবে ।
আজ ২৩ শে জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর ফেসবুক পেজে এ তথ্য জানিয়াছেন যা তুলে ধরা হল
ইনশাআল্লাহ এই বছরের মধ্যে রাজশাহীতে ফল ও সবজি রপ্তানি প্রক্রিয়াজাত করতে একটা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের কাজের অনুমোদন পাওয়া যাবে। ডিপিপি প্রনয়ণ করা হয়েছে। এটার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম সরকারি উদ্যোগে এটা না করা গেলে ব্যক্তিগত উদ্যোগে এটা করবো। যেহেতু আমি আর ব্যবসার সাথে জড়িত নই তাই অন্য কেউ ব্যক্তিগত উদ্যোগে এটি করতে চাইলে তাকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য আমার কাছে যা তথ্য ও যোগাযোগ আছে সেগুলো দিয়ে সহায়তা করা হবে।