নিউজ ডেস্কঃ
দেশে এবারে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা করে তা মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার সদরে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নবনির্মিত বিশেষ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিশ্বের সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পে ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যায়ে ২৫৩ একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলেছে সরকার। যেখানে রয়েছে পাঁচতলা বিশিষ্ট ১৯টি ভবন। আজ প্রথম ভাগে ৬০০ পরিবারকে বসবাসের জন্য চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে কক্সবাজার থেকে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ছাড়া সেখানকার সাধারণ মানুষ যুক্ত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের আবাসের বন্দোবস্ত করছে সরকার। এছাড়া কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করে গড়ে তোলার কথা জানান সরকার প্রধান। করোনাকালে সবাইকে ঘরে-বাইরে মাস্ক পরে থাকার আহ্বান জানান তিনি।
সুত্রঃ সময়