আলিফ হোসেন

বাঙালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ এবং কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান সামনে রেখে রাজশাহী-১ আসনের সাংসদ এবং বৃক্ষপ্রেমী জনপ্রতিনিধি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির প্রায় ২১ হাজার চারা বিতরণ করেছেন। জানা গেছে, চলতি বছরের ১৬ জুলাই বৃহস্প্রতিবার গোদাগাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ২১ হাজার চারা বিতরণ এবং স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলা চত্ত্বরে ফলজ, বনজ ঔষুধী গাছের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসুচি উদ্বোধন করেন ওমর ফারুক চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও বেলাল উদ্দিন সোহেল প্রমুখ। এ সময় উপস্থিতদের উদ্দেশ্যে ফারুক চৌধুরী বলেন, পরিবেশ বাঁচাতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, একটি ছোট্ট গাছ একদিন হয়ে উঠবে আপনার বিশাল সম্পদ। তাই আপনার বাড়ির আশপাশে পড়ে থাকা পতিত ফাঁকা জায়গা জমির চারপাশে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করার পাশাপাশি অন্যদের উৎসাহিত করুন। প্রসঙ্গত, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি দেশের প্রথম জনপ্রতিনিধি যিনি জনপ্রতিনিধি পর্যায়ে বৃক্ষরোপণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ন পদক অর্জন করেছেন। এছাড়াও বৃক্ষপ্রেমী এই জনপ্রতিনিধির ব্যক্তিগত সংগ্রহে দেশ-বিদেশের দুর্লভ প্রজাতির এতো বিপুল সংখ্যক ফুল-ফল ও ঔষুধী গাছ রয়েছে যা অনেকক্ষেত্রে সরকারী হার্টিকালচারেই নাই বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *