এ সময়ের কৃষিঃ(পর্ব-০৫) নারিকেলে গাছে সার ব্যবস্থাপনাএ সময়ের কৃষিঃ(পর্ব-০৫) নারিকেলে গাছে সার ব্যবস্থাপনা

কৃষিবিদ কামরুল ইসলাম

প্রশ্নঃ স্যার, আপনি ০২ বছর পরের গাছে সার দেওয়ার পরামর্শ দিয়েছেন, এখন যদি খাটো জাতের নারিকেল গাছ রোপণ করা থেকে পরবর্তী সময় কিভাবে সার দিতে হয়, এইটা যদি বলতেন উপকার হতো।

পরামর্শঃ
ধন্যবাদ, আপনাকে। আপনি নিয়মিত প্রশ্নোত্তর পর্ব ফলো করছেন বলে আপনাকে ধন্যবাদ। ভিয়েতনামি খাটো জাতের নারিকেল থেকে ২.৫ থেকে ০৩ বছরের মধ্যে ফল পেতে হলে নিয়মিত সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা রোপণ থেকে শুরু করে পুরো সময় সার প্রয়োগের নিয়মাবলি জেনে নিই……

রোপণ কালীন সময়ঃ

জুন-সেপ্টেম্বর মাসে ভিয়েতনামি নারিকেল গাছ লাগানোর উপযুক্ত সময়৷ প্রায় ০৬ মিটার দূরে দূরে ( জায়গার প্রাপ্ততা অনুযায়ী) বিঘা প্রতি ৩৭ টি গাছ লাগানো যায়।

© এ সময় ১ x ১ x ১ মি. ( সব দিকে ০৩ ফুট) গর্ত করে গর্তের মাটির সাথে ১৫-২০ কেজি গোবর সার ( ভার্মি কম্পোস্ট উত্তম) এবং মাটির কৃমি দমন করতে গর্ত প্রতি ৫০ গ্রাম দানাদার ফুরাডান মিশিয়ে গর্ত ভরাট করে রেখে দিতে হবে।

® এসময় অন্য সার দেওয়ার প্রয়োজন নাই।
রোপণের ৪র্থ মাসে গিয়ে প্রথমবার সার প্রয়োগ করবেন। তারপর বয়স অনুযায়ী নিচের নিয়ম অনুসারে সার প্রয়োগ করুন——-

৪র্থ মাসঃ

ইউরিয়া-২৫০ গ্রাম, টিএসপি-০১ কেজি, এমওপি-৪০০ গ্রাম, গোবর সার ১০ কেজি

৮ম মাসঃ

ইউরিয়া-২৫০ গ্রাম, টিএসপি-০১ কেজি, এমওপি-৪০০ গ্রাম, গোবর সার ১০ কেজি

১২ তম মাসঃ

ইউরিয়া-২৫০ গ্রাম, টিএসপি-০১ কেজি, এমওপি-৪০০ গ্রাম, গোবর সার ১০ কেজি

১৫ তম মাসঃ

ইউরিয়া-৫০০ গ্রাম, টিএসপি-০২ কেজি, এমওপি-৮০০ গ্রাম, গোবর সার ২০ কেজি

১৮ তম মাসঃ

ইউরিয়া-৬৫০ গ্রাম, টিএসপি-১২৫০ গ্রাম, এমওপি-৮৫০ গ্রাম, বোরন- ১০০ গ্রাম, গোবর সার ২০ কেজি

২১ তম মাসঃ

ইউরিয়া-৬৫০ গ্রাম, টিএসপি-১২৫০ গ্রাম, এমওপি-৮৫০ গ্রাম, গোবর সার ২০ কেজি

২৪ তম মাসঃ

ইউরিয়া-৮০০ গ্রাম, টিএসপি-০২ কেজি, এমওপি-১১০০ গ্রাম, গোবর সার ২০ কেজি

© ০২ বছর পর থেকে প্রতি বছর ইউরিয়া ৫.৫ কেজি, টিএসপি-১০ কেজি, এমওপি-০৭ কেজি, বোরন-২০০ গ্রাম, গোবর সার ৫০ কেজি ও ম্যাগনেসিয়াম সালফেট ৩০০ গ্রাম প্রয়োগ করবেন।

© ইউরিয়া, টিএসপি,এমওপি ও গোবর সার চারভাগে ভাগ করে ০৩ মাস অন্তর অন্তর এবং বোরন সার ১০০ গ্রাম ও ম্যাগনেসিয়াম সালফেট সার ১৫০ গ্রাম করে ০৬ মাস অন্তর অন্তর ০২ বার প্রয়োগ করুন।

© কৃষি বিষয়ক যে কোন জিজ্ঞাসার জন্য কমেন্ট করুন।

উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *