এ সময়ের কৃষিঃ(পর্ব-০৬) পেঁপের চারা লাগানোর উপযুক্ত সময় ও ধানের পাতা হলুদ হলুদ হয়ে যাওয়ার কারন কী?এ সময়ের কৃষিঃ(পর্ব-০৬) পেঁপের চারা লাগানোর উপযুক্ত সময় ও ধানের পাতা হলুদ হলুদ হয়ে যাওয়ার কারন কী?

কৃষিবিদ কামরুল ইসলাম

প্রশ্নঃ   পেঁপের চারা লাগানোর উপযুক্ত সময় কখন ?

পরামর্শঃ
এখন বিভিন্ন জাতের পেঁপের চারা সারাবছরই লাগানো যায়।
তবে, আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর) এবং পৌষ (ডিসেম্বর-জানুয়ারি) মাস পেঁপের বীজ বপনের উত্তম সময়। বপনের ৪০-৫০ দিন পর চারা রোপণের উপযোগী।

© ১.৫ থেকে ২ মাস বয়সের চারা রোপণ করা যায়। সারি থেকে সারির দূরত্ব ২ মিটার। ২ মিটার দূরে দূরে ৬০X৬০X৬০ সেমি আকারে গর্ত করে চারা রোপণের ১৫ দিন পূর্বে গর্তের মাটিতে সার মিশাতে হবে। পানি নিষ্কাশনের জন্য ২ সারির মাঝখানে ৫০ সেমি নালা রাখতে হবে। এজন্য উচুঁ,পানি জমে না এমন জমি নির্বাচন করতে হবে।

প্রশ্নঃ ধানের পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কি করণীয় ।

পরামর্শঃ
বিভিন্ন কারণে ধান গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে।
যে সব কারণে ধানের পাতা হলুদ হতে পারে——

© ইউরিয়ার অভাবঃ

জমিতে সব জায়গায় (এখানে-সেখানে বিক্ষিপ্ত ভাবে না) ধান গাছ হলুদ হয়ে গেলে,কুশির পরিমাণ কম হলে বুঝতে হবে, জমিতে নাইট্রোজেনের অভাব রয়েছে। এক্ষেত্রে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।

© গন্ধকের অভাবঃ

সারা মাঠে কচি পাতা হলদে বা হালকা হলদে বিবর্ণতা,বিশেষ করে মাঠের নিঁচু জায়গায় বেশী, গাছ কিছুটা বেঁটে আকৃতির হয়।
এক্ষেত্রে বিঘা প্রতি ০৮ কেজি জিপসাম সার প্রয়োগ করতে হবে।

© দস্তার অভাবঃ

ধান গাছের কচি পাতার গোঁড়ার দিকে মধ্যশিরা বরাবর সাদা হয় এবং মরিচার মত দাগ পড়ে। বিক্ষিপ্ত অবস্থায় গাছ গুলো বসে যায়,এক্ষেত্রে বিঘা প্রতি ৩৫০ গ্রাম জিঙ্ক সালফেট বা দস্তা উপরি প্রয়োগ করলে গাছ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়।

এ ব্যাপারে আপনার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে মাঠ দেখিয়ে সঠিক কারন নির্ণয় করে সঠিক ব্যবস্থা নিতে হবে।

© যে কোন কৃষি বিষয়ক জিজ্ঞাসার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন

উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *