কৃষিবিদ কামরুল ইসলাম
প্রশ্ন: পেঁপের কোন জাতটি সবচেয়ে বেশি উন্নত এবং পেঁপে বেশি ধরবে এবং কোনটি বেশি টেকসই?
পরামর্শঃ
বর্তমানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য পেঁপের বেশ কিছু জাত প্রচলিত আছে।
যেমনঃ
১) বারি পেঁপে-১ ( শাহী পেঁপে)**
২) রেড লেডি ( হাইব্রিড) **
৩) বাদশা পেঁপে( স্থানীয়) **
৪) হানি ডিউ
৫) নউন ইউ
৬) ব্লুস্টেম
৭) কাশেমপুরি
৮) যশোরি
৯) রাচি
১০) ছোট পেঁপে ইত্যাদি
এর মধ্যে প্রথম ০৩ টি অত্যন্ত জনপ্রিয়।
® আসুন জাত তিনটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক–
১) বারি পেঁপে-১ ( শাহী পেঁপে)
—————————————–
© উফশীজাতের পেপেঁ। চারা লাগানোর ৩-৪ মাস পর ফুল আসে। ফুল আসার ৩-৪ মাস পর পাকা পেঁপে সংগ্রহ করা যায়। গাছ প্রতি ফল সংখ্যা ৪০-৬০ টি। ফলের ওজন ৮০০-১০০০ গ্রাম। শাঁস ২ সে.মি. পুরু হয়, রং গাঢ় কমলা থেকে লাল।
© শতক প্রতি ফলন (কেজি) : ১৬০ – ২৪০
© হেক্টর প্রতি ফলন (টন) : ৪০-৬০
© প্রতি শতক বীজজতলায় বীজের পরিমাণ : ১.৫ – ২ গ্রাম
© বপণের উপযুক্ত সময় :
পৌষ (ডিসেম্বর – জানুয়ারি)।
২) রেড লেডিঃ
——————-
এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।
© রেডলেডি জাতের প্রত্যেক টি গাছে পেঁপে ধরে। রেডলেডি জাতের পেঁপে গাছ সর্বোচ্চ ১০’ ফিট হয়। গাছের উচ্চতা ৬০-৮০ সেঃ মিঃ হয় তখন ফল ধরা শুরু হয়।
©প্রতিটি গাছে ৫০-১২০ পর্যন্ত ফল ধারণ করে।
৫-৬ মাসের মধ্য ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্যে।
© এই জাতের পেঁপে গুলি বেশ বড়। ফলের রং লাল-সবুজ। এক একটি ফলের ওজন ১..৫ থেকে ২ কেজি। মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধযুক্ত।
©কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়। পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না বলেই, দূর দূরান্তে বাজারজাত করা যায়।
© এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা আছে। এই জাতের জীবন কাল ২ বছর অধিক।
৩) বাদশা পেপেঁঃ
© স্থানীয় (পাবনা) জাত। ফুল আসার ২-৩ মাস পর কাঁচা পেঁপে এবং ৩-৪ মাস পর পাকা ফল হালকা হলুদ রং ধারণ করলে সংগ্রহ করা যায়। ফল ডিম্বাকার, মাঝারি আকারের। পাকলে শাঁস কমলা লাল।
© শতক প্রতি ফলন (কেজি) : ১৩০ – ১৪৫
© হেক্টর প্রতি ফলন (টন) : ৩০-৩৫
© প্রতি শতক বীজজতলায় বীজের পরিমাণ : ১.৫ – ২.৫ গ্রাম
© বপণের উপযুক্ত সময় :
পৌষ (ডিসেম্বর – জানুয়ারি)।
® কৃষি বিষয়ক যে কোন জিজ্ঞাসার জন্য নাম, ঠিকানাসহ কমেন্ট করুন
উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী