1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম
পুঠিয়ায় প্রদর্শনী ভুট্রার ক্ষেত পরিদর্শন করেন কৃষি সচিব বেতাগীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা সম্পন্ন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে সর্ব বৃহৎ কুল বাগান গড়ে তুলেছেন বীর মুক্তিযোদ্ধা কানাইঘাটের কৃষিতে আধুনিক ও যুগোপযোগী সংযোজন সমলয় কর্মসূচি পরির্দশনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের  উপ-পরিচালক প্রাণ এগ্রোর বন্ডে বিনিয়োগ নিরাপদ: শিবলী আখের দাম পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ পেলো বিএসএফআইসি ৩০৭ কোটি টাকায় ৬০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কিনবে সরকার রাজবাড়ীতে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা কৃষি নিউজ এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বেতাগীতে মাঠ ভরা আমনের সবুজ ধানে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

এ সময়ের কৃষিঃ(পর্ব-০৭) পেঁপের উন্নত জাত ও চারা লাগানোর উপযুক্ত সময়?

  • আপডেট টাইম : Wednesday, August 26, 2020
  • 1101 Views
এ সময়ের কৃষিঃ(পর্ব-০৭) পেঁপের উন্নত জাত ও চারা লাগানোর উপযুক্ত সময়?
এ সময়ের কৃষিঃ(পর্ব-০৭) পেঁপের উন্নত জাত ও চারা লাগানোর উপযুক্ত সময়?

কৃষিবিদ কামরুল ইসলাম

প্রশ্ন: পেঁপের কোন জাতটি সবচেয়ে বেশি উন্নত এবং পেঁপে বেশি ধরবে এবং কোনটি বেশি টেকসই?

পরামর্শঃ
বর্তমানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য পেঁপের বেশ কিছু জাত প্রচলিত আছে।
যেমনঃ
১) বারি পেঁপে-১ ( শাহী পেঁপে)**
২) রেড লেডি ( হাইব্রিড) **
৩) বাদশা পেঁপে( স্থানীয়) **
৪) হানি ডিউ
৫) নউন ইউ
৬) ব্লুস্টেম
৭) কাশেমপুরি
৮) যশোরি
৯) রাচি
১০) ছোট পেঁপে ইত্যাদি

এর মধ্যে প্রথম ০৩ টি অত্যন্ত জনপ্রিয়।

® আসুন জাত তিনটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক–

১) বারি পেঁপে-১ ( শাহী পেঁপে)
—————————————–
© উফশীজাতের পেপেঁ। চারা লাগানোর ৩-৪ মাস পর ফুল আসে। ফুল আসার ৩-৪ মাস পর পাকা পেঁপে সংগ্রহ করা যায়। গাছ প্রতি ফল সংখ্যা ৪০-৬০ টি। ফলের ওজন ৮০০-১০০০ গ্রাম। শাঁস ২ সে.মি. পুরু হয়, রং গাঢ় কমলা থেকে লাল।

© শতক প্রতি ফলন (কেজি) : ১৬০ – ২৪০

© হেক্টর প্রতি ফলন (টন) : ৪০-৬০

© প্রতি শতক বীজজতলায় বীজের পরিমাণ : ১.৫ – ২ গ্রাম

© বপণের উপযুক্ত সময় :
পৌষ (ডিসেম্বর – জানুয়ারি)।

২) রেড লেডিঃ
——————-
এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।

© রেডলেডি জাতের প্রত্যেক টি গাছে পেঁপে ধরে। রেডলেডি জাতের পেঁপে গাছ সর্বোচ্চ ১০’ ফিট হয়। গাছের উচ্চতা ৬০-৮০ সেঃ মিঃ হয় তখন ফল ধরা শুরু হয়।

©প্রতিটি গাছে ৫০-১২০ পর্যন্ত ফল ধারণ করে।
৫-৬ মাসের মধ্য ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্যে।

© এই জাতের পেঁপে গুলি বেশ বড়। ফলের রং লাল-সবুজ। এক একটি ফলের ওজন ১..৫ থেকে ২ কেজি। মাংস বেশ পুরু, গাঢ় লাল, স্বাদে বেশ মিষ্টি ও সুগন্ধযুক্ত।

©কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়। পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না বলেই, দূর দূরান্তে বাজারজাত করা যায়।

© এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহ্য ক্ষমতা আছে। এই জাতের জীবন কাল ২ বছর অধিক।

৩) বাদশা পেপেঁঃ

© স্থানীয় (পাবনা) জাত। ফুল আসার ২-৩ মাস পর কাঁচা পেঁপে এবং ৩-৪ মাস পর পাকা ফল হালকা হলুদ রং ধারণ করলে সংগ্রহ করা যায়। ফল ডিম্বাকার, মাঝারি আকারের। পাকলে শাঁস কমলা লাল।

© শতক প্রতি ফলন (কেজি) : ১৩০ – ১৪৫

© হেক্টর প্রতি ফলন (টন) : ৩০-৩৫

© প্রতি শতক বীজজতলায় বীজের পরিমাণ : ১.৫ – ২.৫ গ্রাম

© বপণের উপযুক্ত সময় :
পৌষ (ডিসেম্বর – জানুয়ারি)।

® কৃষি বিষয়ক যে কোন জিজ্ঞাসার জন্য নাম, ঠিকানাসহ কমেন্ট করুন

উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com