এ সময়ের কৃষিঃ(পর্ব-০৮) পেঁপে ও ভিয়েতনামি খাটো জাতের নারিকেলের চারার প্রাপ্তি স্থান এবং রোপন কৌশল?এ সময়ের কৃষিঃ(পর্ব-০৮) পেঁপে ও ভিয়েতনামি খাটো জাতের নারিকেলের চারার প্রাপ্তি স্থান এবং রোপন কৌশল?

কৃষিবিদ কামরুল ইসলাম

প্রশ্নঃ বারি পেঁপে-০১( শাহি পেঁপে), বাদশা পেঁপে, রেড লেডি জাতের পেঁপের বীজ ও চারা কোথায় পাওয়া যাবে এবং টবে কয়টা বীজ দিব? এছাড়াও টবের মাটি প্রস্তুত প্রণালী বলবেন।

পরামর্শঃ

আপনি বারি পেপে -১( শাহি পেঁপে), বাদশা পেঁপে এবং রেড লেডি পেঁপের বীজ বা চারা কোথায় পেতে পারেন, জানতে চেয়েছেন।

প্রথমত, আপনি উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন, উপজেলা কৃষি অফিসার স্যার বা কৃষি সম্প্রসারণ অফিসার বা উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আপনার উপজেলার কোথায় এসব জাতের ভালো বীজ বা চারা পাওয়া যাবে, তার সন্ধান দিতে পারবেন।

দ্বিতীয়ত, বিএডিসি/ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট/ সরকারী হর্টিকালচার সেন্টারের নার্সারিতে খোঁজ নিতে পারেন।

তৃতীয়ত, নিকটস্থ বিশ্বস্ত বীজ বীপণিগুলোতে খোঁজ নিতে পারেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিতে পারেন।

চতুর্থত, ঢাকার ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে অবশ্যই বীজ পাবেন, পরিচিত কারো মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন।

এখন আসুন আপনি যদি টবে চারা লাগাতে চান প্রথমেই আপনাকে পলিব্যাগে চারা তৈরি করে নিতে হবে—-

পলিব্যাগে চারা তৈরির কৌশলঃ

আপনি যদি বীজ দিয়ে চারা রোপণ করতে চান, তাহলে প্রথমে পলিব্যাগে চারা তৈরি করে নেওয়া উত্তম। এক্ষেত্রে বীজের প্যাকেট কেটে ২ ঘন্টা রোদে শুকানোর পর ঠান্ডা জায়গায় রেখে ঠান্ডা করে ১০ থেকে ১২ ঘন্টা পানিতে ভেজানোর পর পলিথিন ব্যাগে চারা তৈরি করতে হবে। পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপনের পর চারা দ্রুত বৃদ্ধি পায়। ৫X৬ সেমি আকারের ব্যাগে সম পরিমাণ বেলে দোআঁশ মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে, ব্যাগের তলায় ২-৩ টি ছিদ্র করতে হবে। তারপর এতে সদ্য সংগৃহীত বীজ হলে একটি এবং পুরাতন বীজ হলে ২টি বীজ বপন করতে হবে। ১টি ব্যাগে এক এর অধিক চারা রাখা উচিত নয়। চারা বয়স ৪০-৫০ দিন বয়স হলে আপনি টবে / মূল জমিতে রোপণ করতে পারেন।

টবের মাটি প্রস্তুত প্রণালীঃ

টবে চারা রোপণের জন্য প্রথমেই মাটি প্রস্তুত করে নিতে হবে।

© এজন্য ০১ ভাগ বেলে দোঁআশ মাটি, ০১ ভাগ বালি, ০১ ভাগ কম্পোস্ট সার ( ভার্মি কম্পোস্ট উত্তম) ভালোভাবে মিশিয়ে টবে ভরাট করতে হবে।
অথবা
© ০২ ভাগ দোআশ মাটি, ০১ ভাগ কোকোপিট, ০১ ভাগ জৈব সার দিয়ে টব ভরাট করতে হবে।

® তবে পানি চুয়ানোর জন্য টবেব নিচে ২/১ টি ছিদ্র থাকা প্রয়োজন। ছিদ্রযুক্ত টবেব নিচে ভাঙ্গা চাড়া, নারিকেলের ছোবড়া, খড়কুটা বা ইটের টুকরো দিয়ে বন্ধ করে তার উপর কিছু শুকনো পাতার আস্তরণ দিতে হবে।

® এরপর বেলে মাটি এবং তার উপর সার মাটি দিয়ে টব এমনভাবে ভর্তি করে দিতে হবে যেন ওপরে অন্তত এক ইঞ্চি পরিমাণ খালি থাকে। নতুন কিংবা পুরাতন উভয় প্রকার টবই ব্যবহারের আগে গরম পানি দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এতে রোগ ও পোকার আক্রমণ কম হয়।

® আর যদি আপনি এতকিছু না করতে চান, যে কোন ভালমানের নার্সারিতে মাটিসহ টব কিনতে পাওয়া যায়।

টবে চারা রোপণ কৌশল ও সার প্রয়োগ পদ্ধতিঃ
—————————————————————–

© ৪০-৫০ দিন বয়সের চারা টবের ঠিক মাঝ বরাবর পলিব্যাগের মাটিসহ রোপণ করুন। দুপাশে হালকা করে চাপদিয়ে মাটি বসিয়ে দিন, যাতে চারা হেলে না পড়ে। হালকা পানির ছিটা দিন।

© পেঁপে গাছে বেশি পানি সহ্য করতে পারেনা, তাই কোনভাবেই যাতে টবে বা গাছের গোড়ায় পানি না জমে অবশ্যই সতর্ক থাকতে হবে।

© চারা রোপণের ০১ সপ্তাহ পর নতুন পাতা গজালে ০১ চামচ ইউরিয়া, ০১ চামচ ফসফেট, ০১ চামচ পটাশ, ১/২ চামচ ম্যাগনেসিয়াম সালফেট সার প্রয়োগ করুন। এই সারগুলো প্রতি ২০ দিন দিন পর দিন। এছাড়াও ১/২ চামচ করে বোরন সার ০১ মাস পর পর ২-৩ বার দিবেন।

প্রশ্ন-০২
ভিয়েতনামি খাটো জাতের নারিকেলের চারা কোথায় পাওয়া যাবে।

পরামর্শঃ
ধন্যবাদ, আপনার জানার আগ্রহের জন্য। যে কোন ভালো মানের বিশ্বস্ত নিবন্ধিত নার্সারিতে খোঁজ নিতে পারেন। এ ব্যাপারে দূর্গাপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে গিয়ে পরামর্শ নিতে পারেন।

® কৃষি বিষয়ক যে কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে নাম, ঠিকানাসহ প্রশ্ন করুন।

উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *