কৃষিবিদ কামরুল ইসলাম
প্রশ্ন-১
আম গাছের পাতার কিনারায় লালচে দাগ পড়েছে, সমাধান কি?
পরামর্শঃ
ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য। এইটার জন্য যা করতে হবে আপনাকে—-
© প্রতি লিটার পানির সাথে ক্যাবরিওটব ০২ গ্রাম ও বোরন ০১ গ্রাম হারে মিশিয়ে ১০ দিন পর পর ০২ বার স্প্রে করলে ফল পাওয়া যাবে আশা করি।
® আর এখন আম গাছে সার দেওয়ার সময়, সার প্রয়োগ না করে থাকলে, সার প্রয়োগ করুন। সার ব্যবস্থাপনা নিয়ে আমার আগের পোস্ট দেখতে পারেন।
প্রশ্ন-২
ডালিম ফল নিচের দিকে পঁচে যাচ্ছে, কিছু ফলে পঁচার সাথে ফেটেও যাচ্ছে, কি দিলে ভালো হবে, স্যার ?
পরামর্শ
ধন্যবাদ। অ্যানথ্রাকনোজ রোগের কারণে পচে যাচ্ছে এবং ফেটে যাওয়ার জন্য মাছি পোকার আক্রমণ হতে পারে৷ এই জন্য যা করতে হবে–
© কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন ০১ গ্রাম ও এমামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক যেমন সাহাম ০১ গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
প্রশ্ন-৩
আসসালামু আলাইকুম, স্যার। আমার বারি-১/নারকেলী বরই গাছে মুকুল এসেছে। এ সময়ে ভালো ফলনের জন্য বাগানে কি কি সার ও কীটনাশক ব্যবহার করতে পারি।
পরামর্শ
ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য।
ভালো ফলন পেতে হলে এখন থেকে আপনাকে যা করতে হবে—-
© মাকড়নাশক ভারটিমেক ১মিলি/লিটার, কীটনাশক সবিক্রন ১মিলি/লি. ও ছত্রাকনাশক এমিষ্টার টপ ১মিলি/ লিঃ হারে একসাথে মিশিয়ে স্প্রে অব্যাহত রাখুন।
© সাথে নিম্নলিখিত সার প্রয়োগ করতে পারেন (০১ বছরের গাছের জন্য)——-
ডিএপি ৫০ গ্রাম, এমওপি ৫০ গ্রাম, টিএসপি ৫০ গ্রাম ও বোরন ১৫ গ্রাম (ফুল ফোটার আগ পর্যন্ত)
© এছাড়াও দানাদার কীটনাশক ফুরাডান বিঘা প্রতি ৩ কেজি হার প্রয়োগ করুন।
*** যে কোন পরামর্শের জন্য কমেন্ট করুন
উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী