কৃষিবিদ কামরুল ইসলাম
আজকের প্রশ্নোত্তর পর্বঃ
১) আমার বাগানের পেয়ারা, আম সহ বিভিন্ন ফল কাঠবিড়ালি নষ্ট করছে। সবজির কচি ডগা কেটে দিচ্ছে। ফলে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। বিষ বা কীটনাশক দিয়ে কাঠবিড়ালি মারা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এ অবস্থায় কি করতে পারি?
পরামর্শঃ
অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় কাঠবিড়ালির যেমন প্রয়োজন আছে, তেমনি এর ক্ষতি থেকে ফসল রক্ষা করাও জরুরি। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কাঠবিড়ালি থেকে ফসল রক্ষার জন্য একটি পদ্ধতি উদ্ভাবিত করেছে। এই পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন। আসুন পদ্ধতিটি সম্পর্কে জেনে নিই———
পদ্ধতির নামঃ
পেঁয়াজ, কাচামরিচ এবং শুকনো মরিচ গুঁড়া এর মিশ্রণ স্প্রের মাধ্যমে কাঠবিড়ালি বিতাড়ন
মিশ্রণ তৈরির নিয়মঃ
© প্রথমে ৫০ গ্রাম পেঁয়াজ, ১০ গ্রাম কাঁচামরিচ ও ১০ গ্রাম শুকনো মরিচ গুঁড়া নিতে হবে।
© পেয়াজগুলো ছিলে নিয়ে পেয়াজ ও কাচামরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে।
© এরপর একটি পাত্রে ০২ লিটার পানির মধ্যে পেয়াজ, কাচামরিচ ও শুকনো মরিচ গুঁড়া নিয়ে মিশ্রণটি চুলায় ৩০ মিনিট ফুটাতে হবে।
© ফুটানোর পর মিশ্রণটি ঠান্ডা হলে একটি পাত্রে ছেঁকে নিতে হবে।
© এরপর ছেকেঁ নেওয়া মিশ্রণটি স্প্রে মেশিন দিয়ে গাছের ক্যানোপি বা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন। এভাবে ০৪-০৫ দিন পর পর স্প্রে করুন। আশা করি, কাঠবিড়ালি বিতাড়িত হবে। আপনার ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ।
যে কোন কৃষি বিষয়ক পরামর্শের জন্য আপনার নাম, ঠিকানা সহ পোস্টের নিচে কমেন্ট করুন।
উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী