কৃষিবিদ কামরুল ইসলাম
প্রশ্নোত্তর পর্ব -০৪,
আমার ভিয়েতনামি খাটো জাতের নারিকেলের গাছের বয়স ০২ বছরে কিছু বেশি। এখন এই গাছে কিভাবে সার প্রয়োগ করবো ।
পরামর্শঃ
উচ্চ ফলনশীল ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছে ২.৫-৩.০ বছরের মধ্যে নারিকেল পেতে নিয়মিত সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আপনার গাছের বয়স ০২ বছরের বেশি, তাই এখন থেকে আপনার গাছে প্রতি বছর নিম্নোক্ত সার সমান ০৪ ভাগে ভাগ করে ০৩ মাস পর পর প্রয়োগ করবেন।
© ইউরিয়া – ৫.৫ কেজি
©টিএসপি- ১০ কেজি,
©এমওপি- ০৭ কেজি
©গোবর সার- ৫০ কেজি।
© এছাড়াও বোরন সার ৫০ গ্রাম করে ০৬ মাস পর পর ০২ বার এবং ম্যাগনেসিয়াম সালফেট ১৫০ গ্রাম করে ০৬ মাস পর পর ০২ বার প্রয়োগ করুন।
প্রশ্ন-০২
আমার একটি বীজতলা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য আর একটি বীজতলায় যে চারা আছে তা দিয়ে আমার ১.৫ বিঘার জমির বিঘা খানেক লাগিয়েছি। বাকিটুকু চারার অভাবে খালি রাখতে হয়েছে, আবার চারাও পাচ্ছিনা। এমতবস্থায় আমি বাকি জমিটুকু কি করতে পারি।
পরামর্শঃ
দুশ্চিন্তার কোন কারণ নাই। যে চারাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি, সেই চারা যে জমিতে রোপণ করেছেন, সেই চারার বয়স ৩০-৪০ দিন হলে, সেই গাছ থেকে ০২-০৩ টি কুশি ভেংগে নিয়ে আপনার বাকি জমিতে লাগিয়ে দিলেও বিঘা প্রতি ১২-১৫ মণ ফলন পাবেন। এতে করে ধান পাকতে ০৩-১২ দিন বেশি সময় লাগতে পারে। পরিচর্যা একই রকম করতে হয়।
® কৃষি বিষয়ক যে কোন পরামর্শের জন্য কমেন্ট করুন।
উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী