কৃষিবিদ কামরুল ইসলাম
প্রশ্ন-১) হলুদ গাছের পাতা পুড়ে যাওয়ার মতন দেখাচ্ছে, কি করণীয়?
সমাধানঃ—-
হলুদের পাতা পোড়া/ লিফ ব্লোচ রোগ এইটা। আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের দিকে এই রোগটা বেশি দেখা দেয় । এ জন্য যা করণীয় ——-
©ক্যাবরিওটপ ০৩ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আগস্ট মাসে ১০-১২ দিন পর পর ৩ বার এবং সেপ্টেম্বর মাসে একইভাবে ০২ বার স্প্রে করুন।
প্রশ্ন-২) হলুদের কন্দ পঁচে যাচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় কি?
সমাধানঃ
আপনাকে যা করতে হবে–
প্রথমত, গাছের গোড়ায় পানি জমে থাকলে বের করার ব্যবস্থা করুন।
দ্বিতীয়ত, ম্যানকোজেব + মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড এম জেড-৬৮, ০২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় ০৭ দিন অন্তর অন্তর ২-৩ বার স্প্রে করুন।
তৃতীয়ত, হলুদের বীজ কন্দ রোপণের পূর্বে রিডোমিল গোল্ড এ ৩০ মিনিট ভিজিয়ে শোধন করে নিলে কন্দ পঁচা রোগ অনেকাংশে কম হয়।
উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী