1. mahbub@krishinews24bd.com : krishinews :

এ সময়ের কৃষিঃ হলুদ গাছের রোগ ও প্রতিকার।

  • আপডেট টাইম : Wednesday, August 19, 2020
  • 666 Views
এ সময়ের কৃষিঃ হলুদ গাছের রোগ ও প্রতিকার।
এ সময়ের কৃষিঃ হলুদ গাছের রোগ ও প্রতিকার।

কৃষিবিদ কামরুল ইসলাম

প্রশ্ন-১) হলুদ গাছের পাতা পুড়ে যাওয়ার মতন দেখাচ্ছে, কি করণীয়?

সমাধানঃ—-
হলুদের পাতা পোড়া/ লিফ ব্লোচ রোগ এইটা। আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের দিকে এই রোগটা বেশি দেখা দেয় । এ জন্য যা করণীয় ——-
©ক্যাবরিওটপ ০৩ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আগস্ট মাসে ১০-১২ দিন পর পর ৩ বার এবং সেপ্টেম্বর মাসে একইভাবে ০২ বার স্প্রে করুন।

প্রশ্ন-২) হলুদের কন্দ পঁচে যাচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় কি?

সমাধানঃ
আপনাকে যা করতে হবে–

প্রথমত, গাছের গোড়ায় পানি জমে থাকলে বের করার ব্যবস্থা করুন।

দ্বিতীয়ত, ম্যানকোজেব + মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড এম জেড-৬৮, ০২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় ০৭ দিন অন্তর অন্তর ২-৩ বার স্প্রে করুন।

তৃতীয়ত, হলুদের বীজ কন্দ রোপণের পূর্বে রিডোমিল গোল্ড এ ৩০ মিনিট ভিজিয়ে শোধন করে নিলে কন্দ পঁচা রোগ অনেকাংশে কম হয়।

উত্তর প্রদান করেছেন,
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
পুঠিয়া, রাজশাহী

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com