বিশেষ সংবাদদাতাঃ
আজ (৮ আগস্ট, ২০২০) ‘এ ট্রি ইজ অ্যান অ্যাকমপ্লিশমেন্ট এন্ড ফিউচার ড্রিমস’ শিরোনামে এক নান্দনিক ওয়েবিনারের মাধ্যমে বাংলাদেশ সয়েল ক্লাব কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মাসব্যাপী ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির। বাংলাদেশ সয়েল ক্লাবের সাধারণ সম্পাদক এলিজা মুনমুন কেয়া’র সঞ্চালনায় এবং বাংলাদেশ সয়েল ক্লাবের সভাপতি মোঃ জোবায়দুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে আজকের ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ এশিয়ার কিংবদন্তি মৃত্তিকা বিজ্ঞানী, বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ও বাংলাদেশ সয়েল ক্লাবের প্রধান উপদেষ্টা ড. এসএম ইমামুল হক। আজকের ওয়েবিনারে মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সয়েল ক্লাবের উপদেষ্টা জনাব জালাল উদ্দীন মোঃ শোয়েব। এছাড়াও বৈজ্ঞানিক সন্দর্ভ উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র পরামর্শক ও বাংলাদেশ সয়েল ক্লাব ঢাবি চ্যাপ্টারের মডারেটর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সয়েল ক্লাব বশেমুরকৃবি চ্যাপ্টারের মডারেটর ড. মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম। বাংলাদেশ সয়েল ক্লাবের সভাপতি মোঃ জোবায়দুল ইসলাম আরিফের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বক্তব্য রাখেন বাংলাদেশ সয়েল ক্লাবের প্রতিষ্ঠাতা ও স্থায়ী উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান মজুমদার। এরপর বৈজ্ঞানিক সন্দর্ভ উপস্থাপন পর্ব চলে। প্রশ্নোত্তর পর্বের পরে বিশেষ অতিথি বক্তব্য রাখেন। বাংলাদেশে প্রথমবারের মত ভেষজ বৃক্ষরোপণের উদ্বোধন ঘোষণাকালে প্রধান অতিথি ড. এসএম ইমামুল হক শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ কে। মৃত্তিকা সংরক্ষণে গাছের ভূমিকা ও ভেষজ গাছকে গুরুত্ব দেয়ার জন্য বাংলাদেশ সয়েল ক্লাব কে তিনি সাধুবাদ জানান। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে মৃত্তিকা বিজ্ঞানকে শিক্ষার্থীদের কাছে আরও জনপ্রিয় করার আশাবাদ ব্যক্ত করে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর সভাপতি অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। ওয়েবিনার আয়োজনে কারিগরি সহায়তা প্রদান করে ওপার বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বনামধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক একটি ছাত্র সংগঠন। আজকের ওয়েবিনারে যুক্ত হোন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসের মৃত্তিকা বিজ্ঞানের প্রায় শতাধিক শিক্ষার্থী। এই কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে আগস্টের ১ তারিখ থেকে শুরু হয়ে ৩১ তারিখ পর্যন্ত চলবে।