বিশেষ সংবাদদাতাঃ
কচুয়া উপজেলার উজানী মাদ্রাসার মাঠে স্থাপিত আপদকালীন বীজতলার চারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিতরণ কার্যক্রম এবং সবজির বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মান্যবর মহাপরিচালক কৃষিবিদ ডঃ আব্দুল মুঈদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের সম্মানিত উপ পরিচালক, কৃষিবিদ আব্দুর রশিদ, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম এবং চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ লুৎফর রহমান , মনিটরিং এবং ইভ্যালুয়েশন অফিসার কৃষিবিদ মোঃ জুলফিকার , কচুয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোফায়েল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সুলতানা খানম । অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হোন কচুয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য ডঃ মহীউদ্দীন খান আলমগীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন।