নিউজ ডেস্কঃ
প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।
গত ২৮ আগস্ট ২০২০, এক শোকবার্তায় মন্ত্রী বলেন, কথাসাহিত্য ও সাংবাদিকতায় রাহাত খান ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। একুশে পদকপ্রাপ্ত শক্তিমান এই লেখকের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। বাংলাসাহিত্য ও সাংবাদিকতায় তাঁর অসাধারণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।