নিউজ ডেস্কঃ
ভোজ্যতেল সয়াবিনের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে তেল ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করে তারা এ ঘোষণা দেন।
জানা গেছে, ভোজ্যতেল সয়াবিনের লিটার ৯২ থেকে ২ টাকা কমিয়ে ৯০ টাকা, পামওয়েল ৮২ থেকে ২ টাকা কমিয়ে ৮০ টাকা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল বকশি জানান, আজ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তেল ব্যবসায়ীদের। বৈঠকে ভোজ্যতেলের দাম লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।
সুত্রঃ আর টি ভি