1. mahbub@krishinews24bd.com : krishinews :

কমেছে পেঁয়াজের দাম, হতাশ চাষিরা

  • আপডেট টাইম : Tuesday, March 30, 2021
  • 333 Views
কমেছে পেঁয়াজের দাম, হতাশ চাষিরা
কমেছে পেঁয়াজের দাম, হতাশ চাষিরা

নিউজ ডেস্কঃ 

সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি। যারফলে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এতে করে সাধারণ ক্রেতাদের স্বস্তি ফিরলেও হতাশ হয়ে পড়ছেন চাষিরা

পেঁয়াজের এই ভরা মরসুমে আমদানি করায় স্থানীয় বাজারসহ সারাদেশে কমে গেছে পেয়াজের দাম। ফলে ন্যায্যদাম পাচ্ছেন না বলে জানিয়েছেন একাধিক চাষি।

এদিকে এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ২৩ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে বর্তমানে ২০ থেকে ২৩ টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে হিলি বাজারে খুচরাতে একসপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান ও ফিরোজ হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হওয়ায় ও রমজানকে ঘিরে বাড়তি পেঁয়াজ আসায় বাজারে বেড়েছে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছ। আরও দাম কমার সম্ভাবনা আছে বলেও তিনি জানান।

সুত্রঃ আধুনিক কৃষি খামার

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com