নিউজ ডেস্কঃ
বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক টানাপোড়েনের শিকার হয়েছেন অনেকেই ৷ কিন্তু এর মধ্যেও পরিশ্রমের জোরে ঘুরে দাঁড়ানো সম্ভব৷ বিশেষ করে কম সময়ে লাভের মুখ দেখতে চাইলে ব্যবসা শুরু করতে পারেন নিজের৷ আর এই ব্যবসার মধ্যে বেশি উপার্জনের এবং লাভের মুখ দেখাতে পারে এই প্রতিবেদনে উল্লিখিত কয়েকটি ব্যবসা ।
কম বিনিয়োগে, কম সময়ের মধ্যে লাভের মুখ দেখতে কোন কোন ব্যবসা করতে পারেন সহজেই চলুন জেনে নেওয়া যাক৷
অনলাইনে সবজি বিক্রির ব্যবসা (Online Business) – এই ব্যবসা শুরুর জন্য বেশি পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয় না৷ কৃষকেরা তার নিজের চাষের জমি সহজে অনলাইনে বিক্রি করতে পারেন৷ বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে৷ আর সবজি, ফল, মাছ এসব কিছুও অনলাইনে আজকাল বিক্রি হয়৷ বাড়িতে বসে যেমন আপনি এই কাজ করতে পারবেন, তেমনই আপনার প্রোডাক্ট ভালো হলে ক্রেতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন এবং ব্যবসার পরিধি বাড়তে থাকবে৷
ডেইরি ফার্মিং ব্যবসা (Dairy Farming Business)- সমগ্র দেশে এই ডেইরি ফার্মিং বিজনেস সাফল্য অর্জন করেছে এবং জনপ্রিয়তাও হু হু করে বেড়ে চলেছে৷ তাই আপনি চাইলে এই ব্যবসা শুরুর পরিকল্পনাও করতে পারেন৷ দুধ, ঘি, মাখন, দৈ-এর মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আপনি বিক্রি করতে পারেন অনলাইনে৷ তবে মাথায় রাখতে হবে আপনার খাদ্যদ্রব্যের গুনমানই আপনার ব্যবসাকে সফল করতে পারে৷
মাশরুম চাষের ব্যবসা (Mushroom Farming Business)- মাশরুম চাষের ব্যবসা খুব কম সময়ের মধ্যেই আপনাকে লাভের মুখ দেখাতে পারে৷ এতে খরচও যেমন কম তেমনই আয়ও নিশ্চিত৷ হোটেল, রেস্তোরাঁর পাশাপাশি বিভিন্ন বাড়িতেও এই মাশরুম আপনি বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবেন৷ মাশরুমের গুনমান পরীক্ষা করে নিয়ে তবেই বিক্রি করুন৷
গার্ডেনিং ব্যবসা (Gardening Business)- যারা প্রকৃতি প্রেমী এবং কাজের ক্ষেত্রেও প্রকৃতির সঙ্গে যুক্ত থাকতে চান তাদের জন্য গার্ডেনিং বিজনেস লাভজনক হতে পারে৷ এই ব্যবসায় বিভিন্ন ধরণের গাছ, ফুলের গাছ করে তা বিক্রি করতে পারেন৷ অনলাইনেও এই গাছ বিক্রি বর্তমানে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে৷ শুধু বাড়ি সাজানোর জন্যই নয়, হোটেল, অফিস, স্কুল বিভিন্ন জায়গা সাজানোর জন্য আজকাল এইসব গাছের অর্ডার দেওয়া হয়৷
তাই আর দেরি না করে এইসব ব্যবসা থেকে নিজের পুঁজি অনুযায়ী এবং পছন্দ মতো একটি ব্যবসা শুরু করে দিতেই পারেন৷ আপনার প্রচেষ্টা এবং পদ্ধতি সঠিক হলে উপার্জন এবং লাভ এই দুইয়েরই মুখ দেখতে পাবেন আপনি৷
বর্ষা চ্যাটার্জি