করিমগঞ্জে পাটচাষিদের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতকরিমগঞ্জে পাটচাষিদের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ
কৃষিই সমৃদ্ধি *সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ *
এই স্লোগান কে সামনে রেখে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় দিনব্যাপী পাটচাষিদের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৫০ জন পাটচাষিকে আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও আঁশ উৎপাদনের কলাকৌশল, পাটের বিভিন্ন জাত ও প্রযুক্তি, আধুনিক পদ্ধতিতে পাট পচন, বীজ উৎপাদন ও সংরক্ষণের গুরুত্ব,ক্রপিং প্যাটার্ন, ক্রপ রোটেশন, শস্য বিন্যাস প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও *নিজের বীজ নিজে করি * প্রযুক্তির বিস্তারিত কলাকৌশল বিষয়ে গবেষকগণ বিস্তারিত আলোচনা রাখেন।

পাটচাষি ওমর সিদ্দিক বলেন, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের স্যারেরা ভালো মানের বীজ দিয়ে সহযোগিতা করেছিলেন এবং এখন পাট কাটা, পাট পচানো, শুকানো বিভিন্ন বিষয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা আজ অনেক কিছু জানতে পেরেছি।আমাদের এলাকায় কেনা/বুট নাইল্ল্যা/ কেনাফ খুব বেশি আবাদ হয়।

পাটের ন্যায্য মূল্য পাওয়ায় বর্তমান সরকারকে কৃষক ভাইদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের প্রধান জনাব কৃষিবিদ ডঃ মোহাম্মদ আশরাফুল আলম, পিএসও, জনাব কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ,উপজেলা কৃষি অফিসার,করিমগঞ্জ, জনাব কৃষিবিদ মোঃ এমদাদুল হক
,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, করিমগঞ্জ, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয় জনাব কৃষিবিদ মোঃ আবুল বাশার ও কৃষিবিদ রঞ্জন চন্দ্র দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি জনাব মোঃ শফিউদ্দিন শোবন মেম্বারসহ আরও অনেকে। প্রশিক্ষকরা বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্যবহুল ও গবেষণাধর্মী আলোচনা রাখেন এবং পাটের তথ্যবহুল বিভিন্ন
ধরনের ডকুমেন্টারি দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *