নিউজ ডেস্কঃ
করোনা পরিস্থিতিতেও পাট ও পাটজাত পণ্যের রফতানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে কাঁচা পাটের প্রবৃদ্ধি অর্জন হয়েছে ১৫ শতাংশ। বিশ্বব্যাপী লকডাউন, কারখানা বন্ধ, ক্রেতাদের ক্রয় আদেশ বাতিলের নেতিবাচক সিদ্ধান্তও পাটের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারেনি।এমনটিই মনে করছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতৃবৃন্দ। তাদের মতে করোনা সংকটে যখন বিশ্ব অর্থনীতি হিমসিম খাচ্ছে তখন পাট পণ্যের প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য এক বড় সুসংবাদ।