নিউজ ডেস্কঃ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে কৃষি সেবার মহান ব্রত নিয়ে সামনে থেকে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে জৈন্তাপুর উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন কৃষি সৈনিক উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন। বিসিএস কৃষি ক্যাডারের ২৮ ব্যাচের এই চৌকস অফিসারের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার কৃষি সেবার মহান পেশায় ফিরে আসার সুযোগ করে দেন।