নিউজ ডেস্কঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সজল চক্রবর্তী (৬৯) করোনায় মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫।
সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, গত সোমবার করোনা শনাক্ত সজল চক্রবর্তী হাসপাতালে করোনা কেয়ার ইউনিটে ভর্তি হন। আজ বেলা দেড়টায় আইসিইউতে তাঁর মৃত্যু হয়। করোনা ছাড়াও তিনি হৃদ্রোগসহ অন্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।
অবসর গ্রহণের আগে কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন সজল চক্রবর্তী। তিনি ময়মনসিংহ শহরের জুবলী ঘাট এলাকার বিশ্বেশ্বরী দেবী সড়কের বাসিন্দা।
আজ বিকেল পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪৮ জনের। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৯ জন।
সুত্রঃ প্রথম আলো