নিউজ ডেস্কঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর সিদ্দিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ২৮ আগষ্ট প্লাজমা সংগ্রহের জন্য প্রফেসর ড. আবু বকর সিদ্দিক এর ছেলে ইকবাল ফেসবুকে পোষ্ট করেন এবং পরবর্তীতে প্লাজমা ম্যানেজও হয়। সপ্তাহের ব্যবধানে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন তিনি। ঊনার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

আল্লাহ স্যার কে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন (আমিন) এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *