নিউজ ডেস্কঃ জীবনের ঝুঁকি নিয়ে কৃষি সেবা দিতে গিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এবার এই দুঃসহ মিছিলে শরীক হলো আরো দুই উপজেলা কৃষি অফিসার। একজন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, অন্যজন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। দুজনেই বিসিএস কৃষি ক্যাডারের ৩১ ব্যাচের সদস্য। খাদ্য উৎপাদন ও মানবিক ত্রান সহযোগিতা পৌঁছিয়ে দিতে শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারী দায়িত্ব পালন করে আসছিলেন এই দুই উপজেলা কৃষি কর্মকর্তা।