নিউজ ডেস্কঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তেছে। এই বার একদিনে করোনা মিছিলে যোগ হলো আরো ০৪ কৃষি কর্মকর্তা। তারা হচ্ছেন বিসিএস ২৯ ব্যাচের সদস্য ঢাকা সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ, বিসিএস ৩৪ ব্যাচের সদস্য কিশোরগঞ্জ ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা, বিসিএস ৩৬ ব্যাচের সদস্য জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আরিফুল হক ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাজমুল হাসান। বিসিএস কৃষি ক্যাডারের প্রতিটি সদস্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে সার্বক্ষণিক মাঠে থেকে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন।