নিউজ ডেস্কঃ
কৃষিবিদ পরিবারে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তেছে। এই বার করোনা মিছিলে যোগ হলো আরো ০৭ কর্মকর্তা। তারা হচ্ছেন কৃষিবিদ তানভীর হাসান শোভন ,উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা। কৃষিবিদ সালমা বেগম সহকারি পরিচালক ,মৎস্য অধিদপ্তর্ মৎস্য ভবন ঢাকা । কৃষিবিদ শাহজাহান কবির সাজু , উপ-পরিচালক বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বিএডিসি,গাবতলী মিরপুর ঢাকা। কৃষিবিদ তিমা পাল সিনিয়র সহকারী পরিচালক, বীজের আপদকালীন মজুদ, বিএডিসি যশোর । কৃষিবিদ মোঃ জহির রায়হান সিনিয়র প্রিন্সিপাল অফিসার ম্যানেজার ঝিকরগাছা শাখা সোনালী ব্যাংক লিমিটেড যশোর। কৃষিবিদ ডাক্তার মোঃ আব্দুস শহীদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিশ্বনাথ সিলেট । কৃষিবিদ ডাক্তার মোঃ সারোয়ার হোসেন সিকদার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিবচর মাদারীপুর। সকলে কারোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এছাড়াও যে সকল কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্য অসুস্থ অবস্থায় আছেন ।কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ আত্মনিবেদিত এই কর্মকর্তাদের জন্য আশু সুস্থতা কামনা করেছেন। উল্লেখ্য গত২৮ জুন২০২০ পর্যন্ত কোভিদ-১৯আক্রান্ত কৃষিবিদ গনের সংখ্যা ১৩৩ জন আরোগ্য লাভ করেছেন ৫৫ জন মৃত্যুর সংখ্যা ১২জন চিকিৎসাধীন আসেন ৬৬ জন
