করোনা মিছিলে যোগ হলো আরো ০৭ কর্মকর্তাকরোনা মিছিলে যোগ হলো আরো ০৭ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ
কৃষিবিদ পরিবারে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তেছে। এই বার করোনা মিছিলে যোগ হলো আরো ০৭ কর্মকর্তা। তারা হচ্ছেন কৃষিবিদ তানভীর হাসান শোভন ,উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা। কৃষিবিদ সালমা বেগম সহকারি পরিচালক ,মৎস্য অধিদপ্তর্‌ মৎস্য ভবন ঢাকা । কৃষিবিদ শাহজাহান কবির সাজু , উপ-পরিচালক বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বিএডিসি,গাবতলী মিরপুর ঢাকা। কৃষিবিদ তিমা পাল সিনিয়র সহকারী পরিচালক, বীজের আপদকালীন মজুদ, বিএডিসি যশোর । কৃষিবিদ মোঃ জহির রায়হান সিনিয়র প্রিন্সিপাল অফিসার ম্যানেজার ঝিকরগাছা শাখা সোনালী ব্যাংক লিমিটেড যশোর। কৃষিবিদ ডাক্তার মোঃ আব্দুস শহীদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিশ্বনাথ সিলেট । কৃষিবিদ ডাক্তার মোঃ সারোয়ার হোসেন সিকদার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিবচর মাদারীপুর। সকলে কারোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এছাড়াও যে সকল কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্য অসুস্থ অবস্থায় আছেন ।কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ আত্মনিবেদিত এই কর্মকর্তাদের জন্য আশু সুস্থতা কামনা করেছেন। উল্লেখ্য গত২৮ জুন২০২০ পর্যন্ত কোভিদ-১৯আক্রান্ত কৃষিবিদ গনের সংখ্যা ১৩৩ জন আরোগ্য লাভ করেছেন ৫৫ জন মৃত্যুর সংখ্যা ১২জন চিকিৎসাধীন আসেন ৬৬ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *