1. mahbub@krishinews24bd.com : krishinews :

কাঁঠালের গ্রাম লাউড়ের গড়

  • আপডেট টাইম : Tuesday, May 11, 2021
  • 401 Views
কাঁঠালের গ্রাম লাউড়ের গড়
কাঁঠালের গ্রাম লাউড়ের গড়

নিউজ ডেস্কঃ
তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামকে কাঁঠালের গ্রাম হিসেবেই আখ্যা দিয়ে থাকেন স্থানীয়রা। এ গ্রামের ৫০০ পরিবারের বেশির ভাগ পরিবারেই রয়েছে কাঁঠালের গাছ। গড়ে প্রত্যেক বাড়িতে কমপক্ষে ১০টি করে কাঁঠালগাছ রয়েছে।

গ্রামের বাসিন্দা আশরাফ মিয়া বলেন, গাছের বয়স যত বাড়বে, কাঁঠাল ততই বেশি ধরবে। কোনো কোনো গাছে ১০০-১৫০টি কাঁঠাল আসে।

বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন বললেন, লাউড়ের গড়ের মাটি কাঁঠাল চাষের উপযোগী।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান বলেন, লাউড়েগড় গ্রামে কাঁঠাল বেশি হয়। কাঁঠালের গ্রাম হিসেবেই এই গ্রামের পরিচিতি বাড়ছে।
সূত্রঃ ইত্তেফাক

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com