কানাইঘাটে কৃষক উদ্ধোদ্ধকরণ মাঠ দিবস অনুষ্টান ও’বোরো ধানের বীজ বিতরণ।কানাইঘাটে কৃষক উদ্ধোদ্ধকরণ মাঠ দিবস অনুষ্টান ও’বোরো ধানের বীজ বিতরণ।

আবুল হারিস,কানাইঘাট
বীজ সহায়তা প্রদানের মাধ্যমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে কানাইঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাতবাঁক ইউনিয়নে কৃষকদের নিয়ে উদ্বোদ্ধকরণ মাঠ দিবস অনুষ্টানে ২৫০ জন কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড বোরো ধানের বীজ বিতরন করা হয়েছে।

শনিবার বিকেল ৩টায় দাবাধরনীর মাটি গ্রামের উন্মোক্ত মাঠে এলাকার সর্বস্তরের কৃষকদের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: আবুল হারিছ এর পরিচালনায় কৃষক উদ্ধোদ্ধকরন মাঠ দিবসের অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সাতবাঁক ইউপি আওয়ামীলীগের সভাপতি ও দাবাধরনীর মাটি সেচ পাম্প কমিটির সভাপতি হাজী মখদ্দুছ আলী।

বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিন্ময় চন্দ,দাবাধরনীর মাটি সেচ পাম্প কমিটির ম্যানেজার হুমায়ুন কবির সুহেব , সদস্য ফখরুদ্দিন প্রমুখ।

অনুষ্টানে প্রধান অতিথি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান কে শ্রদ্ধার সাথে স্মরন করে কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন কৃষি বিভাগ অতিথের ন্যায় সব সময় কৃষকের পাশে রয়েছে সেচ পাম্প চালু কৃষি বিভাগের সাতবাঁকের দায়িত্বরত উপসহকারি কৃষি কর্মকর্তার সফলতা।

তিনি জানান এ এলাকায় প্রথমবারের মত প্রায় ৪০০ শত বিঘা জমি বোরো আবাদের আওতায় এসেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *