কানাইঘাটে বোরো ধানের পরির্দশনে ডিএই ‘র উদ্ধর্তন কর্তৃপক্ষকানাইঘাটে বোরো ধানের পরির্দশনে ডিএই ‘র উদ্ধর্তন কর্তৃপক্ষ

আবুল হারিস, কানাইঘাট।
সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভবানীগন্জ গ্রাম মাঠে সমলয়ে চাষাবাদের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরো ধানের চারা রোপন পরির্দশনে ডিএই ‘র উদ্ধর্তন কর্তৃপক্ষ।

সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভবানীগন্জ গ্রাম মাঠে ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদের লক্ষে ২৮ জানুয়ারি বিকাল ৩.০০ ঘটিকার সময় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরো ধানের চারা রোপন পরির্দশন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো:সালাহ উদ্দিন,সিলেট কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো:সারোয়ারুল আহসান,জেলা প্রশিক্ষন কর্মকর্তা বিমল চন্দ সোম,মনিটরিং অফিসার মো:ফরহাদ মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ,চিন্ময় কুমার চন্দ,নজরুল ইসলাম,আজাদ মিয়া,

কৃষক প্রতিনিধি সুলতান আহমদ,মখলিছুর রহমান,কালাম আহমদ,বুরহান উদ্দিন,ফয়জুর রহমান,রফিক আহমদ,অহিদুর রাহমান, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *