কানাইঘাটে রোপা আমন ফসলের নমুনা শষ্য কর্তনকানাইঘাটে রোপা আমন ফসলের নমুনা শষ্য কর্তন

আবুল হারিস , কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে দাবাধরনীর মাটি গ্রামের মাঠে ০৬ নভেম্বর শুক্রবার সকাল ৯.০০ঘটিকার সময় বিনা ধান-১১ এর নমুনা শষ্য কর্তন অনুষ্টান সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মো:আব্দুল মন্নান এর সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ এর পরিচালনায় অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ প্রচার সম্পাদক ,সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।

উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মখদ্দুস আলী, প্রধান শিক্ষক সাব্বির আহমদ,সাবেক ইউপি সদস্য মঈন উদ্দিন,ইউপি সদস্য আব্দুন নুর, হেলাল উদ্দিন মামুন,সমাজসেবী এনামুল হক,কৃষক প্রতিনিধি হুমায়ুন কবির সুহেব,আব্দুল মালিক,জলাল আহমদ, সিদ্দেক আহমদ, মুহিবুর রাহমান,ফয়েজ আহমদ,মখলিছুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *