কানাইঘাট উপজেলা পরিষদের অর্থায়নে পেঁয়াজ উৎপাদনপ্রদর্শনী পরির্দশনকানাইঘাট উপজেলা পরিষদের অর্থায়নে পেঁয়াজ উৎপাদনপ্রদর্শনী পরির্দশন

আবুল হারিস ,কানাইঘাট
কানাইঘাট উপজেলা পরিষদের অর্থায়নে পেয়াঁজ আবাদ সম্প্রসারণ এর
আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কানাইঘাট উপজেলার বাস্তবায়নাধীন
পেঁয়াজ উৎপাদনপ্রদর্শনী ৫ এপ্রিল বিকাল ২ ঘটিকার সময় পরির্দশন করেন
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।

এ সময় উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়ন চেয়ারম্যান মো:আব্দুল মন্নান,
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ,ইউপি সদস্য রইছ উদ্দিন,
হেলাল উদ্দিন মামুন,প্রবাসি আবুল ফয়েজ,কৃষক প্রতিনিধি হারুন রশিদ
,কোকিল আহমদ প্রমুখ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের মধ্যে
মাস্ক বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *