আবুল হারিস ,কানাইঘাট
কানাইঘাট উপজেলা পরিষদের অর্থায়নে পেয়াঁজ আবাদ সম্প্রসারণ এর
আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কানাইঘাট উপজেলার বাস্তবায়নাধীন
পেঁয়াজ উৎপাদনপ্রদর্শনী ৫ এপ্রিল বিকাল ২ ঘটিকার সময় পরির্দশন করেন
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
এ সময় উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়ন চেয়ারম্যান মো:আব্দুল মন্নান,
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ,ইউপি সদস্য রইছ উদ্দিন,
হেলাল উদ্দিন মামুন,প্রবাসি আবুল ফয়েজ,কৃষক প্রতিনিধি হারুন রশিদ
,কোকিল আহমদ প্রমুখ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের মধ্যে
মাস্ক বিতরন করেন।