নিউজ ডেস্কঃ
কৃষি সেবা প্রদানের ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে কাজ করে যাওয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এমদাদুল হক করোনায় আক্রান্ত হয়েছেন। বিসিএস কৃষি ক্যাডারের ৩৪ ব্যাচের সদস্য তিনি। শুরু থেকেই খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে তিনি কৃষি সেবা অব্যাহত রেখেছিলেন, পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছিলেন।
এ নিয়ে বিসিএস কৃষি ক্যাডারের মোট ২৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।