কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতকিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

আজ ২৯ মার্চ ২০২১ সোমবার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ কর্তৃক “আধুনিক ও বিজ্ঞান সম্মত পদ্ধতিতে পাট আঁশ ও বীজ উৎপাদন” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে বাছাইকৃত ৫০ জন পাটচাষিকে আধুনিক ও বিজ্ঞান সম্মত উপায়ে পাট আঁশ ও বীজ উৎপাদনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

পাট ও কেনাফের আবাদ কিশোরগঞ্জে দিন দিন বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হিসেবে পাটচাষিরা পাট গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা ও তাদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানকে মনে করে থাকেন।

বর্তমান কৃষক বান্ধব সরকারের প্রনোদনা ও পাটের ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা পাট চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন। কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন ডঃ মোহাম্মদ মহীউদ্দীন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান কৃষি গবেষণা উপকেন্দ্র কিশোরগঞ্জ,প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ আবুল বাশার ও রঞ্জন চন্দ্র দাস।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট পাট গবেষক ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম, প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ।

কৃষক প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিজ্ঞানীরা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন করেন।

প্রশিক্ষণ কক্ষ, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *