গৌতম চন্দ্র বর্মন ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আমন ধানের ক্ষেতে বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার আক্রমণ ব্যাপক হারে দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কৃষক। উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেত ঘুরে দেখা যায়, কৃষকের ধানক্ষেতে ছড়িয়ে পড়েছে বাদামি গাছফড়িং। যা এলাকার কৃষকদের কাছে কারেন্ট পোকা নামে পরিচিত। উপজেলার অনেক কৃষকের জমিতে পোকার আক্রমণে ধানগাছ শুকিয়ে যাচ্ছে। এতে চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে কৃষকের আপৎকালীন কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন কম্পানির ওষুধ (কীটনাশক) দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এতেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না বলে কৃষকরা অভিযোগ করেন।
যদিও উপজেলা কৃষি অফিস বলছে, কারেন্ট পোকার আক্রমণ হলেও তা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সেই সঙ্গে কৃষকদের সচেতন করতে মাইকিং, লিফলেট, উঠানবৈঠক করে পরামর্শ দেয়া অব্যাহত রেখেছি।
উপজেলা কৃষি অফিসার সঞ্চয় দেবনাথ জানান, এ বছর উপজেলায় মোট ২১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে আগাম হিসেবে হাইব্রিড ধান আবাদের পরিমাণ ৪৮৫০ হেক্টর।
কারেন্ট পোকার বিষয়ে তিনি বলেন, যেসব কৃষকের ধানক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করছে, আমরা তাঁদের কীটনাশক স্প্রে করার পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। আশা করি, কারেন্ট পোকার প্রাদুর্ভাব থেকে উপজেলাকে রক্ষা করতে সক্ষম হব। ইতিমধ্যে হাইব্রিড ধান কাটা প্রায় শেষ। সুমন স্বর্ণাসহ সুগন্ধি ধান মাঠে আছে।