কোভিড-১৯ ( করোনা ভাইরাস) এ আক্রান্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কৃষিবিদদের সংগঠন কৃষিবিদ ইন্সটিটিউট
বাংলাদেশ (কেআইবি)। বর্তমান পরিস্থিতিতে কৃষিবিদ বা তার পরিবারের সদস্য আক্রান্ত হলে তাদের সাহায্যে পাশে দাঁড়াবে এই পেশাজীবি সংগঠন, এমনটিই জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন সংগঠনটির মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স। এই লক্ষ্যে সংগঠনটির পক্ষ্যে বেশ কিছু কৃষিবিদকে দায়িত্ব দিয়ে হটলাইন নাম্বার চালু করেছে। এছাড়াও কেআইবি কলসেন্টার (০৯৬০৪৩৩৩৪৪৪) এ ফোন দিয়ে যে কোন কৃষিবিদ তাদের করোনা আক্রান্তের খবর জানাতে পারেন।