" কৃষি অন্বেষণ"পর্ব-১৯#বিষয়ঃ আগামীর কৃষিঃ ডিজিটাল লেজার কাকতাড়ুয়া ( laser scarecrows)" কৃষি অন্বেষণ"পর্ব-১৯#বিষয়ঃ আগামীর কৃষিঃ ডিজিটাল লেজার কাকতাড়ুয়া ( laser scarecrows)

কৃষিবিদ কামরুল ইসলাম

পরিবর্তিত বিশ্ব, এগিয়ে আচ্ছে কৃষি।
উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, বিভিন্ন বালাই থেকে ফসলকে রক্ষার জন্য উদ্ভাবিত হচ্ছে নানা প্রযুক্তি, উন্নত কলাকৌশল ৷ রোগ, পোকামাকড়, আগাছা, এমনকি পাখি জাতীয় বালাইয়ের আক্রমণে ফসল নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, উপযুক্ত ব্যবস্থা না নিলে পাখির উপদ্রবে ফসলের বীজ বপণের পর থেকে সংগ্রহ পর্যন্ত ৭০% এর মত ফলন ক্ষতি করে।
© তাই, পাখির উপদ্রব থেকে ফসল রক্ষায় বহুকাল থেকেই কাকতাড়ুয়া ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এইটার কার্যকরীতা অনেকটাই সীমিত, তাই বিজ্ঞানীরা আধুনিক বাণিজ্যিক কৃষির জন্য ডিজিটাল কাকতাড়ুয়া উদ্ভাবিত করছে যার নাম ” লেজার কাকতাড়ুয়া (Laser scarecrows)”.

© আমরা জানি, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি অপরিহার্য একটি উপাদান। কিন্তু বিভিন্ন পাখি যেমন শালিক, ঘুঘু, কবুতর, বক, কাঁক, টিয়া বা কোকিল জাতীয় পাখি ফসলের বীজ বপণ করার সাথে সাথে খুটরিয়ে বীজ খেয়ে ফেলে, ছোট চারা নষ্ট করে, আবার ফসল পাকার সময় দানা খেয়ে ফসলের ফলন মারাত্মকভাবে হ্রাস করে। তাই খাদ্য নিরাপত্তার স্বার্থে ফসলের ফলন রক্ষার্থে পাখির উপদ্রব কমানোর জন্য বিজ্ঞানীরা এই ডিজিটাল লেজার রশ্মির কাকতাড়ুয়া উদ্ভাবিত করেছে, যা পরিবেশবান্ধব ও অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি।

লেজার কাকতাড়ুয়া ( laser scarecrows) কি?
================================
© আইসল্যান্ডের রোড বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ এই লেজার কাকতাড়ুয়া উদ্ভাবন করেছেন।
© এই যন্ত্র থেকে এক ধরনের সবুজ লেজার রশ্মি বের হবে যা পাখিদের চোখে প্রতিফলিত হবে (reflection) যার দরুণ পাখিরা আর ফসলের জমিতে না এসে দূরে চলে যাবে। এই লেজার রশ্মির কার্যকারিতা প্রায় ৬০০ ফিট পর্যন্ত বিস্তৃত
থাকে৷

লেজার কাকতাড়ুয়া কিভাবে কাজ করে ?
============================
রঙের প্রতি সংবেদনশীলতা (color sensitivity) থাকার দরুণ পাখিরা আর কাছে আসতে পারেনা। মূল বিষয় হচ্ছে, নির্দিষ্ট তরংগের আলোক রশ্মি ও রং এর প্রতি সংবেদনশীলতা (specific wave length of ray & color sensitivity) কৌশল এই ডিজিটাল কাকতাড়ুয়ায় ব্যবহার করা হয়।

লেজার কাকতাড়ুয়া ব্যবহারের সুবিধাঃ
==========================
© গবেষকদের দাবি, এই যন্ত্রের সাহায্যে ফসলের ক্ষতি ৯০% কমানো সম্ভব।
© সোলার এনার্জি ব্যবহার করে এ-ই যন্ত্র পরিচালিত হয় বলে এইটা অনেকটাই সাশ্রয়ী।
© উত্তম পাখি নিবারক (deterrent) হিসেবে কাজ করে।
© লেজার কাকতাড়ুয়ায় ব্যবহৃত লেজার রশ্মি অনেকটাই পরিবেশবান্ধব এবং কম সাশ্রয়ী। মানবদেহেও এর কোন ক্ষতিকর প্রভাব নাই, কারণ সূর্যের আলোয় মানব চোখে এই রশ্মি দেখা যায় না।
® আগামীর কৃষিতে প্রযুক্তির ছোঁয়া আশীর্বাদ হয়েই আসবে, যুগের সাথে সময়ের সংগে তাল মিলিয়ে বাংলার কৃষিও এগিয়ে যাবে, এই প্রত্যাশাই সবাই সোনালি দিনের স্বপ্ন বুনি।
® “কৃষি অন্বেষণ” কৃষি বিষয়ক জ্ঞান অর্জনের উন্মুক্ত প্লাটফর্ম। নতুন কিছু জানতে কমেন্ট করুন।

যোগাযোগ————-
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
বাঘা, রাজশাহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *