কৃষিবিদ কামরুল ইসলাম
নিরাপদ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে কৃষি বিজ্ঞানী ও গবেষকগণ।
© আজ তেমনই এক প্রযুক্তির সাথে আপনাদের পরিচয় করে দিব, যার নাম “সয়েল রিচার্জ”। বিষমুক্ত ফসল উৎপাদনে সয়েল রিচার্জ অত্যন্ত কার্যকরী একটি প্রযুক্তি।
সয়েল রিচার্জঃ
==========
প্রাকৃতিক বিভিন্ন প্রকার উপকারী অণুজীবের উপাদান দিয়ে সয়েল রিচার্জ তৈরি করা হয়, যা ব্যবহার করে মাটিস্থ বিভিন্ন প্রকার অপকারী পোকার পুত্তলী, ডিম, কীড়া ধ্বংস করা হয়।
সয়েল রিচার্জ এ ব্যবহৃত উপাদান ঃ
=========================
২-৩% ট্রাইকোডার্মা হারজেনিয়াম, ০.৫-১% ট্রাইকোডার্মা ভিরিডি, ২-৩% মেটারোজিয়াম অ্যানিসোফিলি, ২-৩% বিউভেরিয়া ব্যাসিয়ানা এবং ৯০-৯৫% ডেক্সটোজ।
সয়েল রিচার্জ কিভাবে কাজ করে?
========================
সরেল রিচার্জ মাটিতে চাষের সময় প্রয়োগ করার পর যখন পোকার লার্ভা,পুত্তলী বা ডিম এর সংস্পর্শে আসে, তখন সেগুলোর উপর রোগ সৃষ্টি করে সেগুলোকে মেরে ফেলে৷
কোন কোন ফসলে সয়েল রিচার্জ ব্যবহার করা হয়ঃ
==================================
কুমড়া জাতীয় সবজি, বেগুন, মরিচ, আলু, টমেটো, ফুলকপি,বাধাকপি, পেয়াজ, রসুন, মূলা, গাজর, ঢেড়শ, পালংশাক ইত্যাদি।
© ফলের মধ্যে আম, লেবু, কমলা, স্ট্রেবেরী।
যে যে পোকা সয়েল রিচার্জের মাধ্যমে দমন করা যায়ঃ
==================================
ফলের মাছি পোকা, জাব পোকা, মাকড়, বিটল পোকা, থ্রিপস, স্কেল ইনসেক্ট।
প্রয়োগ মাত্রাঃ
=========
প্রতি হেক্টরে ০২ কেজি ৫০০-১০০০ লিটার পানির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হয়।
প্রয়োগ পদ্ধতিঃ
==========
বীজ বা চারা রোপণের সময় ১ম বার, চারা রোপণের ০১ মাস পর ২য় বার প্রয়োগ করতে হয়।
© সয়েল রিচার্জ প্রয়োগ করার পর হালকা সেচ দিতে হবে। সেচের পানির সাথে মিশিয়েও সয়েল রিচার্জ প্রয়োগ করা যায়।
© সয়েল রিচার্জ ব্যবহারের পর কোনভাবেই রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করা যাবে না।
সংরক্ষণঃ
=======
সয়েল রিচার্জ কক্ষ তাপমাত্রায় ০১ বছর সংরক্ষণ করা যায়। তবে ০৪-০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করলে এর মান সবচাইতে ভালো থাকে।
© বিশ্বের বিভিন্ন দেশে বিষমুক্ত ফসল উৎপাদনে সয়েল রিচার্জ ব্যবহৃত হলেও সম্প্রতি বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট বিভিন্ন উপজেলায় সয়েল রিচার্জ ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে সম্প্রসারণের উদ্যোগ হাতে নিয়েছে। শীঘ্রই নিরাপদ ফসল উৎপাদনে সয়েল রিচার্জ প্রযুক্তির ব্যবহার আমাদের দেশে জনপ্রিয় হবে, এই প্রত্যাশাই রাখি।
® “কৃষি অন্বেষণ” কৃষি বিষয়ক জ্ঞান অর্জনের একটা উন্মুক্ত প্লাটফর্ম। এখানকার যে কোন লিখার ব্যাপারে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সাদরে গ্রহনীয়৷
যোগাযোগ————-
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
বাঘা, রাজশাহী