কৃষিবিদ কামরুল ইসলাম
জলবায়ু পরিবর্তনের কারণে ফসলে বালাই এর আক্রমণ দিন দিন বেড়েই চলেছে। গৌণ বালাই (secondary pest) আবির্ভূত হচ্ছে মুখ্য বালাইরুপে (major pest) । মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বালাইনাশক প্রয়োগের কারণে পোকামাকড় ও রোগ বালাই তাদের আক্রমণের ধরন পরিবর্তন করছে। মিউটেশনের মাধ্যমে বালাই প্রতিরোধী (Pesticides resistant) হয়ে উঠছে।
© সম্প্রতি ফেইসবুক ম্যাসেঞ্জারে লিচুতে আক্রমণকারী স্টিং বাগের আক্রমণ ও তার প্রতিকার নিয়ে জানতে চেয়েছেন। তাই, পাঠকদের অনুরোধে লিচুর স্টিং বাগ নিয়ে আজকের পর্বটি সাজানোর চেষ্টা ।
© লিচু অত্যন্ত রসালো সুস্বাদু ফল। অল্প কিছুদিনের মধ্যে লিচু পাকা শুরু হবে। তবে সম্প্রতি কিছু কিছু লিচু গাছে স্টিং বাগের আক্রমণ পরিলক্ষিত হচ্ছে। তবে তা সীমিত পর্যায়ে রয়েছে, এইটা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নাই। কারণ এইটা মূলত গৌণ পেস্ট, মেজর পেস্ট নয়।
আসুন লিচুর স্টিং বাগ সম্পর্কে জানার চেষ্টা করি।
লিচু স্টিং বাগঃ
==========
লিচু স্টিং বাগ এর বৈজ্ঞানিক নাম Tessaratoma papillosa/Tessaratoma javanica/ Cimex papillosa. এইটি Pentatomidae পরিবারভুক্ত, Hemiptera গোত্রের একটি পোকা।
© পূর্ণ বয়স্ক ও বাচ্চা (adult & nymph) দুই অবস্থাতেই আক্রমণ করে। পুরুষের তুলনায় স্ত্রী পোকাই বেশি ক্ষতি করে। মুখাপাংগ piercing-sucking ধরনের, ফলে ছিদ্র করে রস চুষে খায়।
আক্রমণের সময়ঃ
============
সাধারণত ফেব্রুয়ারী – এপ্রিল মাসে আক্রমণ করে। মে মাসেও কিছুটা আক্রমণ দেখা যায়।
আক্রমণের স্তরঃ
==========
লিছু গাছের প্রতিটি স্তরেই আক্রমণ করতে পারে।
ফুল অবস্থা, ফল অবস্থা এমনকি দৈহিক বৃদ্ধি পর্যায়েও আক্রমণ করতে পারে।
আক্রমণের ধরণ বা ক্ষতির লক্ষণঃ
=======================
© ফল বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যায়। বাহিরের ত্বক ছিদ্র করে খায় ন (External feeding)। অপরিণত ফল ছড়ে যায়।
© পুষ্পমঞ্জুরি ঝড়ে বা পড়ে যায়। পুষ্পমঞ্জুরি খেয়ে নেয়।
© ডগা বা কান্ড উপর থেকে শুকিয়ে যায় (nacrosis).
নিয়ন্ত্রণের উপায়ঃ
============
১) রাসায়নিক দমনঃ
==============
ক্লোরপাইরিফোস ও সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন ট্রাইক্লোরফোন বা নাইট্রো ৫০৫ ইসি ১.০ মিলি/০১ লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছ ভিজেয়ে ৭ দিন পর পর স্প্রে করতে হবে ৩ বার।
২) প্রাকৃতিক দমনঃ
=============
কিছু প্যারাসাইটিক অণুজীব যেমন Anastatus bangalorensis and Ooencyrtus sp প্রজাতি
যা লিচু স্টিং বাগকে পরজীবীতা করে মেরে ফেলে।
® সর্বোপরি বাংলাদেশে যেইটা দেখা যাচ্ছে, সেইটা কোন প্রজাতির এবং কতটা ক্ষতিকর তা কৃষি বিজ্ঞানী ও গবেষকগণ বলতে পারবেন। তবে আপাতত দৃষ্টিতে এইটা গৌণ পেস্ট মনে হচ্ছে। তবুও ভারতের ঝাড়খন্ডে ২০১১ সালের ফেব্রুয়ারী -এপ্রিল মাসে স্টিং বাগ ব্যাপক ভাবে আক্রমণ করে লিচুর ক্ষতি করে। তাই, আমাদেরও সতর্ক থাকা উচিত।
® “কৃষি অন্বেষণ” কৃষি বিষয়ক জ্ঞান অর্জনের একটা উন্মুক্ত প্লাটফর্ম। এখানকার যে কোন লিখার ব্যাপারে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সাদরে গ্রহনীয়৷
যোগাযোগ————-
কৃষিবিদ কামরুল ইসলাম
৩৫ তম বিসিএস কৃষি
কৃষি সম্প্রসারণ অফিসার
বাঘা, রাজশাহী