বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদে নবনির্বাচিত সভাপতি সাজ্জাদুল হাসান (বাঁয়ে) ও মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল। ছবি : সংগৃহীতবাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদে নবনির্বাচিত সভাপতি সাজ্জাদুল হাসান (বাঁয়ে) ও মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল। ছবি : সংগৃহীত

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস লি. এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং মহাসচিব পদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে শুভঙ্কর সাহা, সহসভাপতি পদে ফজলুল হক, মো. মেজবাহুল ইসলাম, সারোয়ার মাহমুদ, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, যুগ্ম মহাসচিব পদে মিটুল কুমার সাহা, মোছা. ইসমত আরা বেগম, কোষাধ্যক্ষ পদে আবুল মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. গোলাম ফারুক ও দপ্তর সম্পাদক পদে গোবিন্দ কুমার ঘোষসহ বিভিন্ন পদে মোট ৩৭ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন— প্রচার সম্পাদক কামরুল হাসান তুহিন, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. ইসমত আরা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ড. ফওজিয়া ইয়াসমিন, গবেষণা সম্পাদক ড. মো. কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আফরোজা রহমান, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাজিয়া শারমিন, সদস্য শাহাদাৎ হোসেন, ড. এইচ এম মনিরুল হক নাকভী, আহছানুজ্জামান লিন্টু, ড. মুজিবুল হক চুন্নু, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সর্দার আবুল কালাম, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মো. জাকির হোসেন, সামিউল হক টুটুল, অধ্যাপক ড. এম কামরুজ্জামান, আলিম মাহমুদ, মু. মুনিরুল ইসলাম, অধ্যাপক ড. রোমেজা খানম, মো. মশিউদ্দোলা রেজা, ফাইজুল ইসলাম ও মোরশেদ আল মাহমুদ মুন্না।
সুত্রঃ এনটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *