নিউজ ডেস্কঃ
“কৃষি অর্থনীতির গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বিষয়ক আলোচনা আগামী ১০ আগস্ট ২০২০ তারিখ বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে।অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন জনাব ওলিউজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া রাজশাহী। অনষ্ঠানে আরো সংযুক্ত থাকবেন জনাব ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, বিসিএস (পুলিশ) ক্যাডার। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান এবং ইন্সটিটিউট অব এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ এর বর্তমান পরিচালক ড. মোঃ সাইদুর রহমান । বিসিএস এ কৃষি অর্থনীতির গ্র্যাজুয়েটদের চাকুরির সম্ভাবনা এবং করণীয় বিষয় নিয়ে সামগ্রিক দিকনির্দেশনামূলক আলোচনা করা হবে।কৃষি অর্থনীতির গ্র্যাজুয়েট যারা আগ্রহী প্রদত্ত গুগল ফরমটি https://forms.gle/eMDrKfDYxRHY1Rd69 পূরণ করে এই ওয়েবিনার প্রোগ্রামে সংযুক্ত থাকতে পারেন। আশা করি এ আলোচনা থেকে কৃষি অর্থনীতির গর্বিত উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশে উদ্বুদ্ধ হবে।
sutro: oliujjman sir fb post