কৃষি খাতে ঋণ বিতরণ অর্ধেকে নেমেছেকৃষি খাতে ঋণ বিতরণ অর্ধেকে নেমেছেকৃষি খাতে ঋণ বিতরণ অর্ধেকে নেমেছে

নিউজ ডেস্কঃ

চলতি বছরের মার্চে কৃষি খাতে ৩ হাজার ৪৫৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা আগের বছরের মার্চের তুলনায় প্রায় অর্ধেক। ২০১৯ সালের মার্চ মাসে ব্যাংকগুলো ৬ হাজার ২২২ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, মার্চের চেয়ে এপ্রিলে আরও কমেছে কৃষি ঋণ। এপ্রিলে মাত্র ৪৯৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের বছর একই সময়ে ঋণ তারা ঋণ দিয়েছিল ২ হাজার ২৬১ কোটি টাকা। অর্থাৎ এপ্রিলে কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় ৭৯ শতাংশ। তবে এপ্রিলের তুলনায় মে মাসে ঋণ বিতরণ বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় তা ৩৭ শতাংশ কম। গত মে মাসে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল ১ হাজার ১৩২ কোটি টাকা। আগের বছরের মে মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ১ হাজার ৮১০ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, মার্চ থেকে মে এই তিন মাসে কৃষি খাতে ব্যাংকগুলো ৫ হাজার ৮৬ কোটি টাকা ঋণ দিয়েছে। আগের বছরের এই তিন মাসে ঋণ দিয়েছিল ১০ হাজার ২৯৩ কোটি টাকা, চলতি বছরের উল্লিখিত তিন মাসে যা প্রায় অর্ধেক।

গত ২০১৯-২০ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ১২৪ কোটি টাকা। কিন্তু ১১ মাসে (জুলাই-মে) ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ১৮ হাজার ৫৫০ কোটি টাকা।

সুত্রঃ  বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *