কৃষি নিউজ ২৪ বিডি.কম এর নির্বাহী সম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা ছাত্রলীগ মাহবুব-উল-আলম (মুক্তি) এর পক্ষ থেকে ৩রা নভেম্বর বিশ্বের সবচেয়ে অমানবিক ঘটনার অন্যতম, জেল হত্যা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে।
আজ মঙ্গলবার সকালে জেলহত্যা দিবসে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।
অপর নেতা এ এইচ এম কামারুজ্জামানের কবর রাজশাহীতে হওয়ায় সেখানেও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজশাহীতে এসময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পুত্র জনাব এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মেরাজ মোল্লা এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা সহ উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পরে কৃষিনিউজ ২৪ বিডি.কম এর নির্বাহী সম্পাদক এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল আলম (মুক্তি) কৃষিনিউজ ২৪ বিডি.কম কে বলেন আজ বঙ্গবন্ধু অথবা তাঁর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা জীবিত থাকলে বিশ্বের বুকে বাংলাদেশ হতো একটি রোল মডেল। তিনি বিশ্বের সবচেয়ে অমানবিক ঘটনার অন্যতম, জেল হত্যা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার উদারনৈতিক ধর্মনিরপেক্ষ আদর্শের ভিত্তিতে সমৃদ্ধশালী হবে বলে আশাব্যক্ত করেন।