নিউজ ডেস্কঃ
কৃষি বিভাগের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে
মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বু.মহদীপুর ব্লকের এনায়েতপুর গ্রামে “কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে কম্বাইন হারভেষ্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বপরিবার উপস্হিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, রংপুর জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ সরওয়ারুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভুঁইয়া। বিভাগীয় কমিশনার স্বপরিবারে মাঠে বিদ্যমান বিভিন্ন মাঠ ফসলের ও বোরো মৌসুমের চলমান অবস্হা সরেজমিন পরিদর্শনসহ কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং কৃষক মোঃ হারুন অর রশিদের বোরো ধান জাতঃ হাইব্রিড ( মালিক-১) নমুনা শস্য কর্তন করেন যার ফলন হেক্টর প্রতি ৮.০৪ টন. পাওয়া যায়।